Home / চাঁদপুর / চাঁদপুরে আরও ২০ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে আরও ২০ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬ আগস্ট শুক্রবার ৭১টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৫টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৫৬টি রিপোর্ট করোনা নেগেটিভ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, মতলব উত্তরের ৫জন, শাহরাস্তির ৫জন, কচুয়ার ১জন রয়েছেন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯১০ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৫২ জন, ফরিদগঞ্জে ২১৬জন, মতলব দক্ষিণে ২০৩জন, শাহরাস্তিতে ১৯৫জন, হাজীগঞ্জে ১৮১জন, মতলব উত্তরে ১৫২জন, হাইমচরে ১২৮জন ও কচুয়ায় ৭৯জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় আক্রান্ত ১৯১০জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২৬৯জন। চিকিৎসাধীন আছেন ৫৪৬জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৫৯জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬২৯জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩০জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৮২১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৩৫১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৪৭০জন।

বার্তা কক্ষ, ৭ আগস্ট ২০২০