মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও কাচিয়ারা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে কাচিয়ারা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, ২০১৭ সালের মধ্যেই উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। এই এলাকার পিতামর্দী বাজারে ব্যাংকের শাখা স্থাপন এবং উন্নয়নবঞ্চিত এ অঞ্চলের রাস্তাঘাট পাকাকরণের ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, এখান থেকে ১২ কিমি দূরে ছাত্র-ছাত্রীদের কলেজে যেতে হয় তাই তাদের এ ভোগান্তি লাঘবের জন্যে কাচিয়ারা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নতি করা হবে। চলমান উন্নয়ন কাজ নি¤œমানের হলে সং্িশ্লদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তছলিম মিয়া।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, আব্দুর রাজ্জাক মাস্টার, মো: শাহাজান প্রধান প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: হুমায়ুন কবির, মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, জনসংযোগ কর্মকর্তা মো: ফারুক দেওয়ান,মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো: তমিজ উদ্দিন, মতলব দক্ষিণ থানার অফিসার্স ইনচার্জ মো: কুতুব উদ্দিন, ফতেপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
|| আপডেট: ০৯:০৮ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর