২০১৬ সালের সমাপনী পরীক্ষা বাতিলের দাবি

২০১৬ সালের মধ্যে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে অভিভাবকরা। আজ শনিবার সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুলের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, শিশুর মানসিক বিকাশে এবং হয়রানি থেকে বাঁচতে পিএসসি পরীক্ষা বাতিল করতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা কিছু বোঝার আগেই তাদের পরীক্ষার বোঝা চাপিয়ে দেওয়া হয়।

এ পরীক্ষা শারীরিক ও মানসিক চাপ ছাড়া আর কিছুই নয়। তারা আরও বলেন, যেহেতু সরকার ইতিমধ্যে পিএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু এ সিদ্ধান্ত এ বছর থেকেই চালু করা হোক।

আন্দোলনে নেতৃত্বদানকারী দিলারা আক্তার বলেন, আমরা ইতিমধ্যে আমাদের দাবিগুলো সরকারের সংশ্লিষ্টদের জানিয়েছি। একমাসের মধ্যে এ বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে।

অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল রবিবার সকাল সাড়ে ৭টায় অভিভাবকরা আবারও সমবেত হবেন বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ পিএম, ৩ জুন ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share