Monday, May 11, 2015 12:54:35 AM
বিনোদন ডেস্ক:
এক প্রেমিকা নিয়ে অনেকে হিমশিম খেলেও অভিনেতা আরফান নিশোর জীবনে আসে তিন প্রেমিকা। তারা হলেন টয়া, পিয়া বিপাশা ও তানজিন তিশা। তবে এ ঘটনাটা বাস্তবে দেখা কাহিনী না। দেখা যাবে একটি টেলিছবির গল্পে। সোমেশ্বর অলির রচনায় এ টেলিছবির নাম ‘পেন্ডুলাভ’। এটি পরিচালনা করেছেন মাহবুব নীল।
৯ মে উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন প্রভা ও মুনিরা মিঠু। এ নাটকটি নিয়ে পরিচালক নীল বলেন, ‘এ নাটকের গল্পটা বেশ মজার। দর্শকরা এটি উপভোগ করবে বলে বিশ্বাস করি। নিশো একসাথে অনেকগুলো প্রেম করে। সেটারও একটা কারণ তুলে ধরা হবে এখানে।’
খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে টেলিছবি ‘পেন্ডলাভ’।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur