আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: ০৭:১৪ পিএম, ২৬ আগস্ট ২০১৫, বুধবার
কানাডায় ১০ বছর বয়সী এক বালক বড়শি দিয়ে ২২০ কেজি ওজনের একটি টুনা মাছ শিকার করেছে। কুন নর্টন নামের ওই বালক পরিবারের সঙ্গে প্রিন্স এডওয়ার্ড দ্বীপ বেড়াতে যায়। সেখানে সবার সঙ্গে সমুদ্রে মাছ ধরছিলো সে।
বড় ধরনের কোন মাছ বড়শিতে ধরা পড়েছে সেটি বোঝার পর শুরু হয় যুদ্ধ। এত বেশি ওজনের মাছটিকে টেনে আনতে ব্যাপক কষ্ট হয়েছিল বলে জানায় কুন নর্টন। বলেন, নৌকায় টেনে তুলতে প্রায় এক ঘণ্টা সময় ব্যয় হয়েছে।
পাঁচ বছর বয়স থেকেই নাকি মাছ ধরায় পটু এই ছেলে। এখন দশ বছর বয়সেই বাজিমাত করে দিলো দুইশ ২০ কেজি ওজনের এক মাছ ধরে। দশ বছর বয়সী কারো এত বড় মাছ ধরার রেকর্ড নেই বিশ্বে কোথাও।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur