খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি করে চাল দেবে সরকার। রবিবার(৪ সেপ্টেম্বর) সচিবালয়ে খাদ্য করিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, হতদরিদ্রদের জন্য কর্মসূচি নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারীতে এই কর্মসূচির উদ্বোধন করবেন।
তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ- স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবার প্রতি মাসে (পাঁচ মাস) ৩০ কেজি চাল ১০ টাকা দরে পাবেন। মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই পাঁচ মাস হতদরিদ্র ৫০ লাখ পরিবার ১০ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল পাবেন বলে জানান খাদ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, বিধবা ও প্রতিবন্ধী নারীদের প্রাধান্য দেওয়া হবে। কামরুল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি আছে। সেখানে জনপ্রতিনিধিরাও রয়েছেন। তারাই হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে তাদের কার্ড দেবেন। নীতিমালা অনুযায়ী তাদের চাল দেওয়া হবে।(কালের কন্ঠ)
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৬:২৩ পিএম,৪ সেপ্টেম্বন ২০১৬ রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur