Home / তথ্য প্রযুক্তি / ১ জুন থেকে শুরু হচ্ছে বাংলা ব্লগিং কন্টেস্ট
১ জুন থেকে শুরু হচ্ছে বাংলা ব্লগিং কন্টেস্ট

১ জুন থেকে শুরু হচ্ছে বাংলা ব্লগিং কন্টেস্ট

 ‎Wednesday, ‎06 ‎May, ‎2015   08:17:59 PM

প্রেস বিজ্ঞপ্তি:
আসছে ১লা জুন থেকে “King Of The TJ” শিরোনামে বাংলা ব্লগিং কন্টেস্ট শুরু হতে যাচ্ছে বাংলা ব্লগ টিউনারপেজ.কমে। ৬ মাস ব্যাপী এই ব্লগিং কন্টেস্ট তাদের জন্য যারা টেকনোলজি নিয়ে কাজ করেন, ভাবেন এবং  ভালোবাসেন, সেই সাথে নিজে লিখা লিখি করে থাকেন অথবা নতুন করে লিখতে চাচ্ছেন।

৬ মাস ব্যাপী আই আয়োজনে প্রতি মাসে ১০ জন সর্বসেরা ব্লগার কে ল্যাপটপ, স্মার্টফোন সহ আরো অনেক পুরষ্কার দেয়া হবে।

টিউনারপেজের সিইও “মহা প্লাবন” জানিয়েছেন, “অ, আ, ক, খ প্রযুক্তি এখন আমার ভাষায়” এই শ্লোগান নিয়ে ২০১১ তে যাত্রা শুরু করেছিল tunerpage.com উদ্দেশ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার যেখানে সহজ, সরল এবং বাংলা ভাষায় প্রযুক্তি সম্পর্কে মানুষকে শিখানো বা জানানো যাবে এবং বাংলা ভাষার কনটেন্ট বৃদ্ধি করা যাবে, সেই সুবাদে আমাদের এই আয়োজন।
প্রযুক্তির এই ব্লগিং প্রতিযোগিতায় সহযোগিতায় করছে amazon.com, payoneer.com, hashtag it planet, banglabook.org এবং banglanewspaper24
এছারাও payoneer.com এর কমিউনিটি ম্যানেজার “লানি লিন্ডস্ট্রম” জানিয়েছেন, আমরা এই কন্টেস্ট নিয়ে আশাবাদী যে বাংলাদেশের অনালাইন কনটেন্ট বৃদ্ধিতে আমরা এক সাথে কাজ করছি।

চাঁদপুর টাইমস/ডিএইচ/2015