Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে হ্যালো ওসিতে ব্যাপক সাড়া
হ্যালো ওসি

হাজীগঞ্জে হ্যালো ওসিতে ব্যাপক সাড়া

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার হাজীগঞ্জ থানায় চালু হয়েছে ‘হ্যালো ওসি’ নামের ব্যতিক্রমী কার্যক্রম। বুধবার(২৫ ডিসেম্বর) বিকালে ও এর আগের দিন সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্ব রোডস্থ চৌরাস্তায় উক্ত কার্যক্রমে ব্যাপক সাড়া পেয়েছে। যা পূর্বের কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের পাশাপাশি সাধারন মানুষ হ্যালো ওসি’র সাথে সরাসরি কথা বলার সুযোগকে স্বাগত জানাচ্ছে।

হ্যালো ওসি কার্যক্রম অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন রনি বলেন,আইনি সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতেই ব্যতিক্রমী এ কার্যক্রম চালু করা হয়েছে। যখনই পুলিশের সহযোগিতা প্রয়োজন তখনই ওসির মুঠোফোনে ডায়াল করুন। কোনো দালাল বা কোনো ব্যক্তির দ্বারস্থ হবেন না।

তিনি বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে আপনার পরিবারকে দূরে রাখতে হবে। তাছাড়া সমাজের নানা অপরাধ প্রবনতা যখন যেখানে যা ঘটে কোন প্রকার ভয় না করে যে কোন সময় আপনারা হ্যালো ওসি’র মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। তাছাড়া আপনারা কোন পুলিশকে চাঁদা দিবেন না। পুলিশের কথা বলে কেউ চাঁদা নিলে লিখিত অভিযোগ করবেন। আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সে যত বড় নেতাই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে আমরা পুলিশ সর্বদায় প্রস্তুত আছি।

অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রশিদ,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটা.আলী আশরাফ দুলাল, এস আই ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. দুলাল হোসেন ও সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় গণমান্য ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়