Home / আন্তর্জাতিক / মারা গেছেন সৌদি প্রিন্স তালাল বিন আব্দুলাজিজ
মারা গেছেন সৌদি প্রিন্স তালাল বিন আব্দুলাজিজ

মারা গেছেন সৌদি প্রিন্স তালাল বিন আব্দুলাজিজ

চলতি বছরের জানুয়ারিতে রাজ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধরপাকড়ের সময় তার ছেলেদের বন্দি করা হলে প্রতিবাদে অনশন করেছিলেন তালাল

মারা গেছেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশা আব্দুলাজিজ ইবনে সৌদের ছেলে প্রিন্স তালাল বিন আব্দুলাজিজ। শনিবার (২১ ডিসেম্বর) সৌদি রাজপরিবারের সদস্যরা ও সৌদি গণমাধ্যমের করা টুইটের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টুইটারে তার ছেলে প্রিন্স আব্দুলাজিজ বিন তালাল তার বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সৌদি আরবের একাধিক গণমাধ্যম। শনিবারই তিনি মারা যান বলে জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরবের বর্তমান বাদশা সালমান বিন আব্দুলাজিজের ভাই তিনি।

৮৭ বছর বয়সী সৌদি রাজপরিবারের এই জ্যেষ্ঠ্য সদস্য গত কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রিন্স তালাল দেশটির ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালের পিতা। তিনি সৌদি আরবের শাসক আল সৌদ পরিবারের একজন সংস্কারপন্থী সদস্য ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে রাজ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধরপাকড়ের সময় তার ছেলেদের বন্দি করা হলে প্রতিবাদে অনশন করেছিলেন তালাল।

গত শতাব্দীর ‘৬০ এর দশকে সৌদি শাসনব্যবস্থার বিরুদ্ধে কথা বলার জন্য দেশ ছাড়তে হয়েছিল তাকে। পরে অবশ্য আবার দেশে ফেরেন তালাল।

বার্তা কক্ষ
২৩ ডিসেম্বর,২০১৮

Leave a Reply