চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ন্যাশনাল নিউব্রন হেলথ প্রোগ্রামের র্যালি ও আলোচনা সভা বুধবার (৫ সেপেটম্বর) অনুষ্ঠিত হয়।
এ দিন সকালে সির্ভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলে রুমে আলোচনা সভা শুরু হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আনোয়ারুল আজিম।
সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ আশরাফ আহমেদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় বড়ুয়া।
এসময় অন্যান্য চিকিৎসক নার্স, স্বাস্থ্যকর্মী ও ব্রাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
৫ সেপেটম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur