সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটাপড়ে মো. মাইন হাসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের ঝাঐল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাইন হাসান কামারখন্দের নান্দিনা মধু গ্রামের হান্নান হোসেনের ছেলে। পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে কিছুদিন পর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, শনিবার দুপুরে মাইন হাসান কানে হেডফোন দিয়ে রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জাকির হোসেন আরো জানান, পুলিশ সেখানে পৌঁছার আগেই লাশ পরিবারের লোকজন নিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় থানায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur