Home / বিশেষ সংবাদ / হিজাবধারী নারীকে ‘ব্যাটম্যান’ বলে কটাক্ষ
হিজাবধারী নারীকে ‘ব্যাটম্যান’ বলে কটাক্ষ

হিজাবধারী নারীকে ‘ব্যাটম্যান’ বলে কটাক্ষ

সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যেন বেড়ে চলেছে মুসলিমবিদ্বেষ৷ ক্রমেই এই বিদ্বেষ আমাদের মজ্জাগত হয়ে যাচ্ছে৷ এবার মুসলিম বিদ্বেষের সাক্ষী থাকল লন্ডন৷

লন্ডনের একটি মুদি দোকানে বোরকা পরে কেনাকাটা করতে গিয়েছিলেন এক নারী৷ ওই সময় এক ব্রিটিশ নাগরিক তাকে ‘ব্যাটম্যান’ বলে কটাক্ষ করেন৷

‘ব্যাটম্যান’ একটি কাল্পনিক চরিত্র৷ ব্যাটম্যানকে নিয়ে হলিউডে প্রচুর সিনেমাও তৈরি হয়েছে৷ ব্যাটম্যান সবসময় কালো জামাকাপড় পরে৷ পিছনে চাদরের মতো একটি পর্দা লাগানো থাকে৷ সবসময় মুখ ঢাকা থাকে তারা৷ ঠিক এভাবেই বোরখায় মুখ ঢেকে মুদি দোকানে এসেছিলেন আহলাম সাইদ নামের ওই নারী৷

অভিযোগ তাকে দেখার পরই ও্ই ব্রিটিশ নাগরিক ব্যাটম্যান বলে কটাক্ষ করেন তাকে৷ সেইসঙ্গে আহলামের সঙ্গে ছিল তার দুই ছেলে৷ আহলাম জানিয়েছেন, তিনি দোকান থেকে বেরিয়ে এলে ওই ব্যক্তি তার পিছু নেয়৷ তাকে ব্যাটম্যান বলার পাশাপাশি গানও করেন৷ বুদ্ধিমত্তার সাথে গোটা ঘটনাটি ফোনে রেকর্ড করেন আহলাম৷ ওই ভিডিওয় ওই ব্রিটিশ নাগরিককে প্রশ্ন করতে শোনা যায়, কেন এমন জামাকাপড় পরেছেন? তিনি আরো বলেন, এটা খ্রিস্টান দেশ, পশ্চিমী দেশ। অর্থাৎ এখানে এসব চলবে না৷

নিউজ ডেস্ক : আপডেট ৩:০৬ এএম, ৭ মার্চ  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ

Leave a Reply