বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।
মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই সময় তিনি সাংবাদিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
রিজভী বলেন, ক্ষমতাসীন দলের নেতারা যদি মনে করে থাকেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, তাহলে তারা মুর্খের স্বর্গেই বাস করছেন। শেখ হাসিনাকে জনগণ বিশ্বাস করে না, তাই শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবেন না।
ঈদ যাত্রা নির্ভিঘ্ন করতে সরকারের উদাসীনতা ছিলো অভিযোগ করেন তিনি বলেন, প্রধানমন্ত্রী শান্তিপূর্ণভাবে ঈদ অনুষ্ঠিত হয়েছে বলে মিথ্যা দাবি করেছেন। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতে সরকারী উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। ঈদে যানজটে ঘরমুখী মানুষের নাকাল অবস্থায় সরকারের কোনো সার্ভিসই ছিল না।
বিএনপির এ নেতা বলেন, খাদ্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সরকার ভিজিএফ কার্ডে চাল দিতে পারেনি। ঢাকাসহ দেশব্যাপী চালের দাম বেশি। দেশে নিরবে নয় বরং প্রকাশ্যেই দূর্ভিক্ষের আগ্রাসন ধেয়ে আসছে। অনাহার-অর্ধাহারে মানুষ আজ বিপর্যস্ত।
এ সময় তিনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ০৮ : ০৩ পিএম, ২৭ জুন ২০১৭, মঙ্গলবার strong>
এইউ