সারা দেশের ন্যায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রবিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হল রুমে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আব্দুল হাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আ.হাফফারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আবু সালেহ। সহকারি শিক্ষক মো. শহীদ উল্ল্যাহ ও মো. মনজুরুল আলম।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন।
মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ০৭: ১৪ পিএম, ১ জানুয়ারি ২০১৭ রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur