Monday, April 13, 2015 10:50:36 PM
তথ্যপ্রযুক্তি ডেস্ক :
প্রত্যেকটির সমস্যার একটা সমাধান আছে। অনেক সময়ই হার্ডডিস্ক থেকে ফাইল ডিলিট না হলে আমাদের অনেক সমস্যায় পরতে হয়। এবার সে সমস্যা থেকে মুক্তি পেতে নিচের সফটওয়্যার টি ডাউনলোড করে নেন। সফটওয়্যারটির নাম IObit Unlocker। সাধারন সফটওয়্যার এর মত ইন্সটল করুন।
সফটওয়্যার টি যেভাবে ব্যবহার করবেন। প্রথমে সফটওয়্যার টি রান করুন তারপর। Add বাটন এ ক্লিক করুন।
এইখান থেকে আপনার যে ফোল্ডার টা ডিলিট হচ্ছে না সেটা সিলেক্ট করুন।
তারপর Ok করুন।
ফাইল টি ডিলিট হয়ে যাবে ।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য http://www.4shared.com/file/zmUG8Pcs/iobit_unlocker.html?locale=enএইখানে ক্লিক করুন
তারপর ওপেন করুন যে সফটওয়্যার টি আপনি আনইন্সটল করতে চান সেটিতে সিলেক্ট করে আনইন্সটল বোতামে এ ক্লিক করুন। তারপর দেখবেন সফটওয়্যার টি আনইন্সটল হইয়ে গিয়েছে।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur