যেখানে করোনার থাবা থেকে রেহাই পাচ্ছেন না কেউ। ২০ হারেম সুন্দরী তথা নিজের ৪ স্ত্রীর বাইরে ২০ উপপত্নী নিয়ে সেলফ আইসোলেশনে গিয়েছেন থাই রাজা ভাজিরালংকর্ন। থাইল্যান্ডে এখন পর্যন্ত এক হাজার ৩৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসছে, সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী ও রাজা-মহারাজারাও এ রোগে আক্রান্ত হচ্ছেন।
এরই মধ্যে থাই রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে ‘সেলফ আইসোলেশনে’ অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন তাঁর ২০ উপপত্নী, যাঁদের হারেম সুন্দরী বলা হয়ে থাকে।
এ সংবাদ প্রকাশের সাথে সাথে থাইল্যান্ডজুড়ে অনলাইন-অফলাইনে উঠেছে সমালোচনার ঝড়। জার্মান ট্যাবলয়েড বিল্ড ম্যাগাজিনের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, ৬৭ বছর বয়সী থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন হারেম সুন্দরী ও অসংখ্য সদস্যের কর্মীবাহিনী আছে। তবে থাই রাজার এ আইসোলেশনে তাঁর চার স্ত্রীর কেউ আছেন কিনা তা জানা যায়নি।
রাজার এমন কর্মকাণ্ডে বেজায় খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। দেশটির হাজার হাজার নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন।
থাইল্যান্ডে রাজার সমালোচনা করলে ১৫ বছরের কারাদণ্ডের বিধান থাকা সত্ত্বেও থাইল্যান্ডের টুইটার ব্যবহারকারীরা ‘#হোয়াই ডু উই নিড অ্যা কিং’ হ্যাশট্যাগ ট্রেন্ডের তালিকায় তুলেছেন। সম্প্রতি থাই রাজা ও তাঁর স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, তার পরিবার করোনামুক্ত রয়েছেন। তবে জীবাণুমুক্ত করতে গোটা রাজপ্রাসাদে জীবাণুনাশক ছিটানো হয়। See more : থাইল্যান্ডে সুইমিংয়ে ডুবে চাঁদপুরের রাশেদুল বাশারের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক, ৩১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur