Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে প্রতিপক্ষের ওপর হামলায় আটক ১
হামলায়

হাইমচরে প্রতিপক্ষের ওপর হামলায় আটক ১

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামের পূর্বের শত্রুতার জেরে একই বাড়ির আঃ জলিল মালের নেতৃত্বে  অর্তকিত ভাবে  হামলার চালিয়ে  গুরতর আহত করেন  মৃত্য আব্দুল ছোবাহান মালের ছেলে মোঃ আনোয়ার হোসেন মাল।

এ ঘটনার পরপর রাতে অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা নির্দেশে ঘটনার সাথে জড়িত মোঃ জাহাঙ্গীর হোসেন আটক করে।

আহত মোঃ আনোয়ার হোসেন মালের ছোট ভাই মোঃ শাহআলম মাল বাদী হয়ে হাইমচর থানায় একটি মামলা দায়ের করেন। 

জানা যায়, রোববার হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের মোঃ আনোয়ার হোসেন মাল দোকান থেকে বাড়ি ফেরার পথে মোঃ জলিল মাল, মুনছুর মাল সহ প্রায় ৪/৫ জন আনোয়ার হোসেন কে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য মাথা আঘাত করে।

আহত চিৎকার শুনে লোকজন তাকে হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমান রোগী অবস্থা আশংকা জনক বলে তার পরিবারের লোকজন জানায়।

এ ব্যাপারে মোঃ শাহআলম মাল জানান, জলিল মালের সাথে সম্পত্তি নিয়ে মামলা ও বিরুদ্ধ চলে আসছে। জলিল মাল আমাদের বাগানে সুপারী ও ফল জোরপূর্বক নিয়ে যান। গত কয়েক দিন আগে আমাদের বাগানের সুপারী চুরি করতে গেলে আমরা দেখে ফেললে চোর পালিয়ে যায়। বাগানের সুপারী  চুরি করতে দেখে ফেলায় তার জন্য জন্য এ ঘটনাটি ঘটিয়েছে। 

তিনি আরো জানায় আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য হামলা চালিয়ে নগদ টাকা ও হাতে থাকা মোবাইল ফোন চিনিয়ে নিয়ে গেছে। বর্তমানে রোগীর অবস্থা ভালো না। আমরা প্রশাসনের কাছে তাদের কে আটক করে  এ অপকর্মে বিচার দাবী করছি।  

এ ব্যাপারে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান,  ঘটনাটির সংবাদ পেয়ে আমার পুলিশ সদস্য হাসপাতালে পাঠায়েছি এবং রাতে একজন কে আটক করছি।  বর্তমানে বিষয় টি আইনের প্রক্রিয়াধী রয়েছে। বাকী আসামীদের ধরার জন্য চেষ্টা চালাচ্ছি।

প্রতিবেদকঃ বিএম ইসমাইল