ঢাকা: আগামী ১২ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে সরকার।
তবুধবার (০৮ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ অনুমতির কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার কার্যক্রম বন্ধ রয়েছে।
হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের কাছে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থা পর্যালোচনা করে আবেদনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসা/হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই থেকে চালু করার অনুমতি দেওয়া হলো।
এ সব হাফিজিয়া মাদ্রাসা/হিফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদফতরের জারি করা স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur