Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / হানারচরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা
হানারচরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা

হানারচরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা

মার্চ-এপ্রিল দু’মাস সরকার ঘোষিত ইলিশ অভয়াশ্রম পদ্মা-মেঘনা নদীতে জাটকাসহ সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নার্থে চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় হানারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটি ও ইউনিয়নের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ. সাত্তার রাড়ির সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা চাঁদপুর ফিরোজ আহমেদ মৃধার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ আবুল হাশিম, নৌ থানা চাঁদপুর অঞ্চলের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, হরিণা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন, জাতীয় মৎস্যজীবী সমিতি চাঁদপুর শাখার সভাপতি আ. মালেক দেওয়ান।

এ সময় ইউপি সদস্য, জেলেসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মা ইলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকতুলে ধরে বক্তব্য রাখেন এবং এবারের মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জেলে সম্প্রদায়সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রতিবেদক : কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১১ :০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮, রোববার
এইউ