Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / হানারচরে জেলেদের মাঝে চাল বিতরণ
জেলেদের

হানারচরে জেলেদের মাঝে চাল বিতরণ

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে জেলেদের মাঝে মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার চেয়ারম্যান আব্দুস সাত্তার রাড়ির উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ইউনিয়নের ২ হাজার ১শ’ ২৮ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

সকাল ৯ টা থেকে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরন করা হয়। ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ইউপি সচিব ফজলুল হক গাজী, প্যানেল চেয়ারম্যন হারুনুর রশিদ খান, আবুল বাশার, দেলু বেপারী, আবুল কালাম কালু, কাদির মিজি, আবুল খায়ের ছৈয়াল, আব্দুল হালিম বেপারী, বারেক তালুকদার, অলি উল্যাহ মিয়াজি, রাশিদা বেগম, খুরশিদা বেগম, শামিমা বেগম।

জেলেরা জানান, এবছর তারা সুষ্ঠু ও সুন্দর ভাবে সরকার ঘোষিত ২৫ কেজি করে চাউল বুঝে পেয়েছে।

চেয়ারম্যান আব্দুস সাত্তার রাড়ি, বলেন, সরকার এ বছর জেলেদের জন্য ২৫ কেজি করে চাউল দিচ্ছে। আমার ইউনিয়নের নিবন্ধিত ২ হাজার ১শ’ ২৮ জন জেলে রয়েছে। এসব জেলে মা ইলিশ রক্ষায় নদীদে নামেনা। যদি কোনো জেলে মা ইলিশ রক্ষা মৌসুমে নদীতে মাছ আহরনে নদীতে নামে এমন প্রমান পেলে তার নিবন্ধন বাতিল করা হবে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১৮ অক্টোবর ২০২২