দেশের শ্রেষ্ঠ করদাতা ও প্রখ্যাত দানবীর হাজী মাে. কাউছ মিয়ার ৯০ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরে কয়েক’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শহরের ৮নং ওয়ার্ডস্থ গনি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাড. হেলাল হোসাইন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, সাবেক ছাত্রনেতা জুলফিকার আলী ভুট্টো, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউজ্জামান বধু, ছাত্রলীগ নেতা সোহেল হোসেন বেপারী প্রমুখ।
চাল বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী কাউছ মিয়ার প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন দর্জি।
এছাড়াও ২৬ আগস্ট হাজী মো. কাউছ মিয়ার জন্মদিনে শহরের বেশ কয়েকটি মসজিদে মিলাদ ও দোয়া পড়ানো হয়। বর্তমান করোনাভাইরাস ও বন্যা পরিস্থিতিতে জেলার ৪৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৭ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur