বিশ্ব ওলি শাহেন শাহ বেলায়াতের সম্রাট হযরত খাজা গরিবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী (রাঃ) এর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষ্যে সুফি সাধক মোশারফ হোসেন মশু বাবার স্মরণে বার্ষিক উরশ শরীফ খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফ এর শাখা হাজীগঞ্জ পিরোজপুর ঐতিহাসিক সোনাই দিঘির পাড় ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায় প্রতিবছরের ন্যায় ২ মার্চ বৃহস্পতিবার বাদ আসর থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওয়াজ ও দোয়ার মাহফিলের কার্যক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠান আয়োজন ও দায়িত্বে ছিলেন খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফএর ভক্ত ও খানকার খাদেম মোঃ শাহাজাহান চিশতী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরীকত ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আলী হোসাইন।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ ও মিলাদ কায়েম ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হযরত মাওলানা মিজানুর রহমান চিশতি চাঁদপুরী।
এ সময় বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মইনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময়ের প্রকাশক মোঃ এরশাদ খান, চাঁদপুর রহমানিয়া দরবার শরীফের ভক্ত হোসেন পাটোয়ারী, বিশ্ব জাকের পার্টির যুব ফ্রন্ট চাঁদপুর জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রাশেদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কমিটির চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম গাজী, বাংলাদেশ তরীকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির কৃষি বিষয়ক মোঃ শাহ আলম সরদার, মইনীয়া ভক্ত মোঃ বোরহান উদ্দিন, অনুষ্ঠানে সান পরিবেশন করেন রহমানিয়া দরবার শরীফের ভক্ত মোঃ লোকমান খান। উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করেন খতিব গাওছিয়া সোবাহানিয়া কেন্দ্রীয় মসজিদ কচুয়ার হযরত মাওলানা আলাউদ্দিন।
ওয়াজ করেন পিরোজপুর মজুমদার বাড়ির জামে মসজিদের খতিব হযরত মাওলানা নাছির উদ্দিন কাদরী, বেলঘর খানকায় ছোবহানিয়া কাদেরিয়া জামে মসজিদ এর খতিব গাজী সুলতান মাহমুদ আল কাদরী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ পিরোজপুরের ৩নং কালচো উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মানিক হোসেন প্রধানিয়া। মাহফিল পরিচালনা করেন পিরোজপুর উত্তর মজুমদার বাড়ির জামে মসজিদের খতিব হাফেজ মাহবুব আলম মজুমদার। মাহফিল তত্ত্বাবধানে ছিলেন ওয়ারিশ জামে মসজিদের খতিব হযরত মাওলানা বোরহান উদ্দিন জিহাদি সহ আরও ওলাময়ে কেরামগন উপস্থিত ছিলেন। পরে সারা রাত চলে সামা মাহফিল। রাত ৩ টা ৩০ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। পরে সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।
স্টাফ করেসপন্ডেট, ৩ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur