Home / সারাদেশ / সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে যুবক নিহত, আহত ৭
পর্যটকবাহী

সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে যুবক নিহত, আহত ৭

রাঙামাটির বাঘাইছড়িতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে খাসরাং রিসোর্টের পাশে শুক্রবার (৩ মার্চ) বিকাল ৫টার দিকে একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি পাহাড়ি গভীর খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম ফারদিন হাসান বিশাল। তার বাড়ি রাজধানী ঢাকার শ্যামপুর এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত সাত পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে পর্যটক ফারদিন ঘটনাস্থলে মারা যান। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

টাইমস ডেস্ক/ এএস/ ৩ মার্চ ২০২৩