চাঁদপুরের হাজীগঞ্জে মাদকের টাকা না পেয়ে বাবা হত্যায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (১০ জুন) হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম এর তত্বাবধানে ঢাকা গেন্ডারিয়া থেকে অভিযুক্ত সুমনকে আটক হয়েছে।
এর আগে গত ৩ জুন হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড কাজিমউদ্দিন বেপারী বাড়ির সুমন (২৮) মাদকাসক্ত অবস্থায় বাড়ীতে এ ঘটনা ঘটায়। অতিরিক্ত মাদক সেবনের ফলে তার বাবাকে ঘরে একা পেয়ে চুরি দিয়ে পেটে এলোপাতাড়ি আঘাত করে নাড়িভূড়ি বের করে বাম পা দ্বিখন্ডিত করে পালিয়ে যায়।
সুমন দীর্ঘদিন ধরে শীর্ষ মাদক ব্যবসায়ী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টোর সাথে ইয়াবা সেবন ও বিক্রয়ের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) জয়নাল আবেদিন ঘটনাস্থলে পৌছে লাশ ময়নাতদন্তের ব্যবস্থা গ্রহণ করে। তবে ঘাতক সুমনকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয় যার মামলা নং ০২।
এ হত্যার ঘটনায় খুব কৌশলে ঘাতক সুমনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম।
এ সংক্রান্ত আগের প্রতিবেদন- হাজীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur