চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চাদঁপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাব্বীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক জুয়েল কর্তৃক কুরুচিপূর্ণ ও অবান্তর বক্তব্যের প্রতিবাদে এবং দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার (২৫ মে) হাজীগঞ্জ বাজারে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ও চাদঁপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাব্বীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার স্টার হোটেল চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগৈর সহ-সভাপতি সাদ্দাম হোসেন রানা, কানন চৌধুরী , মাহবুবর রহমান বাবু, সহ-সম্পাদক মো. মোস্তফা, রাকিব হোসেন, মোঃ আবদুছ সালাম, উপ-দপ্তর সম্পাদক নুরন্নবী, মাহফুজুর রহমান মিলন, শরীফ খান, আইন-বিষয়ক সম্পাদক এমরান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ হুমায়ুন আজাদ সহ সকল ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৫ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur