চাঁদপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় ঝুঁকিপূর্ণ কাঠের খুঁটিতে সঞ্চালিত লাইন হেলে পড়েছে। আর এতে করে স্থানীয় বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বিগ্নতা। পৌর এলাকায় বছরের পর বছর ধরে হেভি ওয়েট বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইন এভাবে পড়ে থাকলেও যেন কোন নজর নেই চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষের।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা তালুকদার সুপার মার্কেটের ভিতরে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর পুরানো কাঠের খুঁটি তারের ওজনে হেলে পড়েছে। মার্কেটের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দাবী করছেন।
গত প্রায় দুই বছর পূর্বে বলাখাল নতুন বিদ্যুৎ সাব স্টেশন চালু হলেও পুরানো এ খুঁটিতে নতুন করে আরো কয়েকটি লাইন যোগ হয়ে ৩৩ হাজার হাই ভোল্টে পরিণত হয়েছে। অথচ কর্তৃপক্ষের উদাসীনতায় সেই সময় পুরানো এ কাঠের খুঁটি পরিবর্তন করে পাথরের পিলার স্থাপন করলে আজ এতো বড় ঝুঁকিপূর্ণ দৃশ্য দেখতে হতো না স্থানীয়দের।
বর্তমানে ঝুঁকিপূর্ণ এ কাঠের পিলারের নিচে অবস্থান করছেন, আ.করিম তালুকদার, সাবেক সেনা কর্মকর্তা ইসমাইল মোল্লা, বতু মিয়া, তালুকদার মার্কেটের দোকানদার রিপন বেপারী, জসিম উদ্দিন ও সেলিম সর্দার।
তারা বলেন, আমরা বলাখাল সাব স্টেশন চালু করার সময় বার বার পল্লীবিদ্যুৎ এর কর্মরত লোকদের কাছে খুঁটি সংস্কারের জোর দাবী জানিয়েছি। তারপর চাঁদপুর পল্লীবিদ্যুৎ অফিসে কয়েক বার অবহিত করেও কোন সুরাহা পাইনি। এ খুঁটি যে কোন সময় হেলে পড়ে আমাদের জানমাল নিয়ে টান দিবে। আমরা চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারের সু-দৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির (জিএম) মো. কেফায়েত উল্লা বলেন, আমরা আসছে ডিসেম্বর মাস পর্যন্ত পুরাতন ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি সংস্কারের তালিকা করছি। তার পরেও স্থানীয়দের মাধ্যমে লিখিত অভিযোগ পেলে দ্রæত ব্যবস্থা গ্রহন করবো।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,২২ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur