হাজীগঞ্জ ৭৪ নং ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এলাকার বিশেষ ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপস্থিতিতে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।
২৩ মার্চ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. জামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা জসিমউদ্দিন মুন্সী, ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমিনুল হক বাবলু, কমিটির সদস্য জাকির হোসেন, দিলরুবা বেগম ও রাবেয়া আক্তার প্রমুখ।
এছাড়াও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের বকাউল, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন, আলতাব হোসেন জিতু, সিরাজ বকাউল, ডা. মজিবুর রহমান, জামাল হোসেনসহ এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৩ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur