হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অভিভাবক সমাবেশ শনিবার (৮ জুলাই) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণির অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে ও সহকারী প্রভাষক মাকছুদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের হিতৈষী সদস্য সালাউদ্দিন ফারুক, বিদ্যোৎসাহী সদস্য শাহ্ জামাল, অভিভাবক সদস্য আবু তালেব, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক স্বপন কুমার পাল, অধ্যাপক মো.সেলিম, অধ্যাপক নাজমা আক্তার, সহকারী অধ্যাপক মোরশেদ আহম্মদ মজুমদার ও প্রভাষক সেলিম মিয়া।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে অভিভাবকদের সামনে তুলে ধরা হয় এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি পিতা-মাতারাও সচেতন হওয়ার পরামর্শ উঠে আসে।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০২ এএম, ৯ জুলাই ২০১৭, রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur