চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে দুই উপজেলার বিভিন্ন গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত ব্যক্তিরা হলেন, ‘শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের শিমুলিয়া গ্রামের পারভেজের ছেলে তাহসিন (২), একই ইউনিয়নের দিগদাইর গ্রামের মৃত ছেলামত আলীর ছেলে আবদুল হান্নান (৫২)।’
অপরদিকে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম হাটিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জিলানী (৪) এবং বুধবার বিকালে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব হাটিলা গ্রামের আমির মির্জার মেয়ে আনিকা মির্জা (৩) পানিতে ডুবে যায়।
পারিবারিক ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে,‘শিশুরা পরিবারের লোকজনের অগোচরে স্ব-স্ব বাড়ীর পুকুরে ডুবে যায়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।’
সূচিপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. আবদুর রশিদ জানান, ‘আবদুল হান্নান মৃগী রোগী ছিলেন। বাড়ীর পাশে একটি ডোবায় জাল ফেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।’
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহ আলম ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন রনি, ‘পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।’
স্পেশাল করেসপন্ডেট,১৯ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur