Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদের দু’টো জামায়াত
Haziganj Boro Mosjid
প্রতীকী ছবি

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদের দু’টো জামায়াত

চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল আযহার দু’টি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে বেলা ১০ টায়।

ব্যবসায়ী সাধারণ মুসল্লী ও দুরদুরান্তের মুসল্লীদের কথা নিবেচনা করে মসজিদ কর্তৃপক্ষ দু’টো জামায়াতের সিদ্ধান্ত নিয়েছেন।

মসজিদের ম্যানেজার মো.শাহ আলম চাঁদপুর টাইমসকে জানান, ঈদের নামাজ সুন্দর ও সুষ্ঠুভাবে আদায়ে আইন-শৃংখলা বজায় রাখতে ইতোমধ্যেই হাজিগঞ্জ থানাকে সহায়তা প্রদানের জন্য চিঠি প্রেরণ করা হয়েছে।

এ ছাড়াও মসজিদের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত অজুর পানির ব্যবস্থা, সামিয়ানা টানানো, গাড়ি পার্কিং এর সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা,বৃষ্টির সম্ভাবনায় আঙ্গিনার পানি দ্রুত অপসারণ, লিমিট সাউন্ড সার্ভিসের যথাযথ ব্যবস্থা নিশ্চিত ও প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবক সার্বিক দায়িত্ব পালন করবে।

আরো পড়ুন- চাঁদপুররের ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের ইতিহাস

: আপডেট, বাংলাদেশ সময় ১০:২০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Goni.jpg” ]প্রতিবেদক- আবদুল গনি[/author]

Leave a Reply