চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আসছে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত ¡প্রাপ্ত স্ব-স্ব রিটানিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বুঝে নেন। ৩য় ধাপে অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ পর্যন্ত ৪০ জন চেয়ারম্যান পদে, ৪শ ৯৮ জন সদস্য পদে ও সংরক্ষিত নারী সদস্য তাদের নির্বাচনী প্রতীক বরাদ্ধ নেন ৭৯ জন।
১ নং রাজারগাঁও ইউনিয়নে আঃ হাদী(নৌকা),আলী হোসেন(ঘোড়া), গিয়াস উদ্দিন(হাতপাখা),নজরুল ইসলাম( ধানের শীষ),রফিক পাটোয়ারী (আনারস)।
২নং বাকিলা ইউনিয়নে মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী (নৌকা), জামাল উদ্দিন (হাতপাখা), মিজানুর রহমান (ধানের শীষ)।
৩ নং কালোচোঁ ইউনিয়নে জামাল হোসেন (ধানের শীষ), মানিক হোসেন প্রধানিয়া(নৌকা),
৪ নং কালোচোঁ দক্ষিন ইউনিয়নে আবু নসর মিন্টু পাটোয়ারী (নৌকা), আমিন ভূইয়া (ধানের শীষ), গোলাম মোস্তফা স্বপন (ঘোড়া), জিয়াউর রহমান( আনারস), কলিম উল্ল্যা ভূইয়া (চশমা), শাহাদাত হোসেন(হাতপাখা), শাহজাহান সিরাজ(মশাল)।
৫নং সদর ইউনিয়নে মামুনুর রহমান মজুমদার(ধানের শীষ),সফিকুর রহমান(নৌকা)।
৬নং বড়কুল ইউনিয়নে আঃ আলী পাটোয়ারী(হাতপাখা), কবির হোসেন (নৌকা), নূর মোহাম্মদ বতু (ধানের শীষ), মোহাম্মদ মাকসুদ হাসান সোহেল(আনারস)।
৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নে মহিউদ্দিন মুন্সী (ধানের শীষ), মনির হোসেন গাজী(নৌকা)।
৮নং হাটিলা ইউনিয়নে মজিবুর রহমান(চশমা), জলিলুর রহমান দুলাল মির্জা (আনারস), সোহরাব হোসেন(নৌকা), মনির হোসেন পাটোয়ারী (ধানের শীষ)।
৯নং গর্ন্ধবপুর ইউনিয়নে শেখ ফরহাদ হোসেন দুলাল (লাঙ্গল), আলী আকরব শেখ (ধানের শীষ), তোফাজ্জল হোসেন (আনারস), রফিকুল ইসলাম(নৌকা)।
১০নং গর্ন্ধব্যপুর দক্ষিন ইউনিয়নে বিল্লাল হোসেন (ধানের শীষ), গিয়াস উদ্দিন (নৌকা), দুলাল হোসেন(আনারস)।
১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মোঃ মাসুদ আলম (ধানের শীষ),শাখাওয়াত হোসেন (আনারস), নজরুল ইসলাম (হাতপাখা), জাকির হোসেন লিটু(নৌকা)।
অপরদিকে ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের মধ্যে ৯৯টি সদস্য পদের বিপরীতে ৪শ ৯৮ জন সদস্য ও ৩৩টি সংরক্ষিত নারী সদস্য পদের বিপরীতে ৭৯জন নারী প্রার্থী তাদের স্ব-স্ব প্রতীক বরাদ্ধ নেন।
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট [/author]
: আপডেট ১১:০৬ পিএম, ৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ