চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে বাংলা খাবারের বিশাল সমাহার নিয়ে হোটেল সোনারগাঁও নামে শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর কুমিল্লা সড়কের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় পূর্ব বাজারে রাজ হোটেলে মালিকানা পরিবর্তন করে মো. এমরান হোসেন হোটেল বর্তমানে সোনারগাঁও নামে পরিচালনা শুরু করেন। যেখানে নিজস্ব কারখানার তৈরী বিভিন্ন রকমারি মিষ্টি পাইকারি ও খুচরা বিক্রি এবং ফ্রি হোম ডেলিভারি সু-ব্যবস্থা রেখেছে।
হোটেল সোনারগাঁও উদ্বোধন কালে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাজীগঞ্জ বড় মসজিদের ইমাম মুফতি আব্দুর রফ, স্থানীয় কাউন্সিলর কবির হোসেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মিঠু কাজীসহ বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী বৃন্দ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২২ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur