চাঁদপুরের হাজীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে আজকের এ উন্নয়ন বাংলাদেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধের এক নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের নেতৃবৃন্দসহ ইউনিয়নের কমান্ডারগণ ও সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৬ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur