Home / চাঁদপুর / চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
স্বাধীনতা

চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চাঁদপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ শনিবার দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গীকার পাদদেশ সংলগ্ন একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শহরের অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।

পরে সকাল ৮টায় জেলা প্রশাসক কর্তৃক চাঁদপুর স্টেডিয়ামে পবিত্র কুরআন তিলওয়াত ও গীত পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পর্যায়ক্রমে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়ানো, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, রোভার স্কাউটস, স্কাউটস্, গার্লস গাইড ও কমিউনিটি পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য শিশু-কিশোর সংগঠনের সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।

স্বাধীনতা

এরপর শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠনসমূহ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চমৎকার ডিসপ্লে প্রদর্শন করেন। নির্ধারিত বিচারকদের মাধ্যমে ডিসপ্লে প্রদর্শণে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক: শরীফুল ইসলাম,২৬ মার্চ ২০২২