হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল সার্বজনীন মহাশশ্মানের নতুন কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি শনিবার বিকালে বলাখাল সর্বজনীন মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বলাখাল সার্বজনীন মহাশ্মশানে সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নীরাঞ্জন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লক্ষ্মী কান্ত দাস অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
মহাশ্মশানের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু সমীর লাল দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুখেন্দ রায় চৌধুরী সুন্টি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি রাধা কান্ত দাস রাজু, উপদেষ্টা শ্যামল চন্দ্র সাহা বক্তব্য রাখেন।
এসময় সার্বজনীন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও শ্মশানের নারী পুরুষ বক্তগন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৭ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur