চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুর রব মিয়ার ২৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিকরণ করা হয়।
শুক্রবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা জনতা কলেজ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাওয়ার সেল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মহা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মরহুম আব্দুর রব মিয়ার জামাতা ব্যবসায়ী আলহাজ্ব কাজী নাজির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লবের সঞ্চালনা আরো উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ওলিউল্ল্যা, হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ।
প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়, ৭ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur