চাঁদপুর হাজীগঞ্জে রাতের আধাঁরে এক ভাড়াটিয়ার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা হাজেরা আলী ক্যাডেট মাদ্রাসার সামনে তাজুল ইসলামের ভবনে ৭ ডিসেম্বর সোমবার রাতে ঘটেছে।
ভবনের ৩য় তলার ভাড়াটিয়া প্রবাসী মোতালেব দেওয়ানের বাসায় একদল চোরের দল সোমবার রাতে বাসায় ডুকে নগদ ৭০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্নলংকার চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে প্রবাসীর স্ত্রী ভাড়াটিয়া নারগিস বেগম বলেন, আমরা গত প্রায় ৪ বছর ধরে এ ভবনে আছি। সোমবার আমার বাবার বাড়ি চিরকালিয়া কুলখানি অনুষ্ঠানে ছিলাম। পরের দিন মঙ্গলবার সকালে বাসায় এসে দেখি পেছনের দরজা খোলা, জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দেখি আলমারিতে থাকা নগদ ৭০ হাজার টাকা ও ৭ভরি স্বর্ণ নেই। বিষয়টি বাড়ির মালিককে অবহিত করেছি।
এলাকার সমাজসেবক সম্ভাব্য ইউপি সদস্য ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
ভবনের মালিক আলহাজ্ব তাজুল ইসলাম বলেন, এর আগে চুরির ঘটনা ঘটেনি। বাড়ির চারপাশে নিরাপত্তা আরও জোরদার করা হবে।
প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়,৯ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur