সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর জেলা পরিষদের প্রথম বহুতলবিশিষ্ট সুপার মার্কেট নির্র্মিত হতে যাচ্ছে। জেলার বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত হাজীগঞ্জ বাজারের প্রাণকেন্দ্রে চাঁদপুর-কুমিল্লা সড়কের পাশে ছয়তলা ভিতের এই মার্কেটের প্রথম পর্যায়ে তৃতীয়তলা পর্যন্ত করা হবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) আবদুল মান্নান, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুনের সভাপতিত্বে ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল হাদি, সফিকুল ইসলাম মীর, মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, জাকির হোসেন লিটু, পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী ফেরদৌসি আকতার, জেলা পরিষদের সদস্য মো. বিল্লার হোসেন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, বর্তমান আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, শাহরাস্তি উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক। কোন বিভেদ নয়, আসুন ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ের জন্য কাজ করি। জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী না করতে পারলে দেশের উন্নয়ন ব্যাহত হবে, উন্নয়ন থমকে যাবে। তাই দেশের স্বার্থে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশ আরো উন্নত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেন, এই প্রথম চাঁদপুর জেলা পরিষদ একটি বৃহৎ সুপার মার্কেট নির্মাণ করতে যাচ্ছে। এ কাজ বাস্তবায়নে সবার সহযোগিতা চাই। এই মার্কেট চালু হলে হাজীগঞ্জের ব্যবসা-বাণিজ্য আরো প্রসারিত হবে। মার্কেটটি চালুর মধ্য দিয়ে জেলা পরিষদের নিজস্ব আয় অনেক বেড়ে যাবে। বাড়তি আয় দিয়ে আমরা জনগণকে অধিকতর সেবা দিতে পারবো। এভাবে আমরা সবাই যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই আমরা উন্নত বাংলাদেশ গড়তে সক্ষম হবো।
স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর, ২০১৮