Home / চাঁদপুর / চাঁদপুরে অর্ধশত কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধনে ডা. দীপু মনি
Dipu-Moni
ডা. দীপু মনি (ফাইল ছবি)

চাঁদপুরে অর্ধশত কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধনে ডা. দীপু মনি

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) নির্বাচনী এলাকায় প্রায় অর্ধশত কোটি টাকার উন্নয়ন মূলক কর্মকাণ্ডে উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার তরপুরচন্ডী, কল্যাণপুর, আশিকাটি, বিষ্ণুপুর, শাহমাহমুদপুর, মৈশাদী ও রামপুর ইউনিয়নে সরকারের বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের অর্থায়নে এসব উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেন।

এর মধ্যে তরপুরচন্ডী ইউনিয়নের জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, কল্যানপুর ইউনিয়নের দাসাদী উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮লক্ষ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল এন্ড কলেজে প্রায় পোনে ৩ কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন,

মনোহরকাদিতে ১৪শ’ মিটার নতুন রাস্তার কাজের উদ্বোধন ও আরো ৯০০ মিটার নতুন রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, মৈশাদী ইউনিয়নে হামান কান্দি ৯ নং ওয়ার্ডে ৩২ ফুট সেতুর নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লক্ষ্য টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনসহ অন্যান্য স্থানে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এদিন সব মিলিয়ে প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও নতুন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

এ উপলক্ষে প্রতিটিস্থানে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে প্রতিটি উদ্বোধন অনুষ্ঠান ছোট-খাটো জনসভায় রুপ নেয়।

প্রতিবেদক- আশিক বিন রহিম
৩০ অক্টোবর, ২০১৮