Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ খোদাই বিল থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
ghola kata lash

হাজীগঞ্জ খোদাই বিল থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচো উত্তর ইউনিয়নের খিলপাড়া খোদাই বিল থেকে পুলিশ আসাদ(১৯) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে স্থানীয়রা বিলের মধ্যে যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

হাজীগঞ্জ থানার এসআই শহীদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট করে। চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আফজাল হোসেন ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত আসাদ ঢাকায় একটি কোচিং সেন্টারে চাকুরি করতো। তারা ১ ভাই ও ১ বোন। তার বাবা ও জ্যাঠার সাথে ঢাকায় থাকতো। ৬-৭দিন পূর্বে সে বাড়িতে বেড়াতে আসে। শনিবার সন্ধায় খিলপাড়া বাজারে ৩ জন সঙ্গী নিয়ে একটি সেলুনে যায়।

এ ব্যাপারে সেলুন মালিক বিশ্বজিত জানায়,‘তার সাথের ২ জন সেভ করলেও আসাদসহ দু’জন সেভ না করে বাড়িতে ফিরে যায়। সাথের একজনকে সম্পর্কে ও বিষয়ে জিজ্ঞাসা করলে আসাদ বলেছে তার সাথের জন্ বাবার মামাতো ভাই। তাদের বাড়ি দাউদকান্দি উপজেলায়।’

নিহত আসাদের বাবা রফিকুল আলম বলেন,‘দাউকান্দির কোনো আত্মীয় স্বজন নেই।ওই দু’যুবকের পরিচয় আমারও জানা নেই। আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি। আসাদ গ্রামের বাড়িতে ১৫ ডিসেম্বর বেড়াতে এসেছিল। সে ঢাকা সদরঘাটের বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টারের পিয়ন হিসেবে চাকুরি করতো। কে বা কারা আমার একমাত্র ছেলেকে খুন করেছে। আমি তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।’

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহীদ বলেন,‘আসাদের মৃতদেহের পাশে একটি কস্টিপ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মুখে টেপ লাগিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়না তদন্তের জন্যে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আসাদের ব্যবহৃত মুঠোফোনের সূত্রধরে আমরা খুনিদের সনাক্ত করার চেষ্টা করবো। এ বিষয়ে মামলার প্রস্তুুতি চলছে।’

জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ