হাজীগঞ্জে মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সভা নানা আয়োজনের মধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার হোয়াইট হাউজে মোবাইল সমিতির সকল সদস্যদের উপস্থিতি সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সমিতির প্রথম সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী নেওয়াজ রোমান ।
মোবাইল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিশুর সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক আবুল হোসেন হাসেমের স্বাগত বক্তব্যে শুরু করেন। হাজীগঞ্জ বাজারের মোবাইল সমিতির সদস্যরা বার্ষিক হিসাব পর্যালচনা, ব্যবসার নানা কৌশল ও সদস্য তালিকাভূক্ত বিষয়ে আলোচনা হয়।
প্রীতিভোজ শেষে সকল সদস্যরা রেফেল ড্র অংশগ্রহণ ও পুরস্কার বিতরণের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নিজস্ব প্রতিবেদক, ২৮ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur