বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটির হাজীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর শুক্রবার বিকালে হাজীগঞ্জ বাজারস্থ পাঞ্জেরী কিন্ডার গার্টেন মাঠে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি ঘোষণা করেন জেলা নেতৃবৃন্দ। সম্মেলনে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি নজরুল বেপারী।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটি, চাঁদপুর জেলা (অঙ্গ) যুব কমান্ডের সভাপতি মো. আবুল হাসনাত জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব কমান্ডের ধর্ম-বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম চৌধুরী, মানবাধিকার সংগঠনের চাঁদপুর জেলা চেয়ারম্যান মজিবুর রহমান রনি।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা যুব কমান্ডের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সহ-সভাপতি কলিমুল্লাহ বাঘ, যুগল সাহা, চাঁদপুর জেলা সজিব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম আখন্দ, হাজীগঞ্জ যুব কমান্ডের উপদেষ্টা সদস্য আলহাজ্ব আলী আশরাফ।
অতিথিবৃন্দের বক্তব্য শেষে হাজীগঞ্জ উপজেলা যুব কমান্ডের নব-গঠিত কমিটির তালিকা কমিটির সদস্যদের হাতে তুলে দেন চাঁদপুর জেলা সভাপতি মো. আবুল হাসনাত জুয়েল। নব-গঠিত সভাপতি হলেন, মো. লিটন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. রানা খাঁন, সিনিয়র সহ-সভাপতি শুকুর আলম গাজী, সহ-সভাপতি সুমন হোসেন গাজী, নিজাম উদ্দিন আখন্দ, আরিফুজ্জামান সম্রাট, সহ-সাধারণ সম্পাদক মো. হোসেন, আফছার উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, শাহজালাল রুবেল, সহ-সাংগঠনিক আবুল হোসেন, দপ্তর সম্পাদক আকতার মুন্সী, প্রচার সম্পাদক ইউছুফ পাটওয়ারী, সহ-প্রচার সম্পাদক সোহেল গাজী, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম খান, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আকতার হোসেন মোল্লা, আইন বিষয়স সম্পাদক সঞ্জয় দাস, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক রিপন মজুমদার, সদস্য শাহআলম।
এ ছাড়াও উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, ডা: ইসহাক চৌধুরী, মনির হোসেন গাজী, আলী আশরাফ, আবু কালাম। উপজেলা যুব কমান্ড নেতা মো. আকতার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে দ্বি-বার্ষিক সম্মেলন শেষে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,২৫ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur