চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের ২৪ দিনের মাথায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির স্ত্রী আত্মহত্যা করেছেন।
৬ মে সোমবার সকালে গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী নুসরাত জাহান মাহি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।
মাহি শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মাহমুদ মোরশেদের মেয়ে। স্বামী জাকির হোসেন গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ২৪ দিন আগে তাদের বিয়ে হয়।
একই দিন সকালে হাজীগঞ্জ পৌর এলাকার ফায়ার সার্ভিসের পাশের হাজীবাড়িতে মাহফুজ নামের এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে। তার বাবা প্রবাসী খোরশেদ আলম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠিয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ যুগান্তরকে জানান, দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ প্রতিনিধি,৬ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur