চাঁদপুরের হাজীগঞ্জে ঋণ ও চিকিৎসার খরচা মেটাতে এক বছর বয়সী কন্যা সন্তানকে বিক্রি করলেন বাবা। ফেইসবুকে এমন স্ট্যাটাস দেখে দৃষ্টি পড়ে থানা পুলিশের।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও অফিসার ইনচার্জ জুবাইর সৈয়দের প্রচেষ্টা ৪৮ ঘন্টার মধ্যে শিশুকে উদ্ধার করে তার মা-বাবার কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড খাটরা-বিলওয়াই মজুমদার বাড়ীর বশির ও আছমা দম্পতির কোলে বিক্রি হওয়া এক বছরের শিশু মিনাকে তুলে দেয় পুলিশ।
পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বলেন, রাজধানীর শাহজাহানপুর এলাকায় ডিএমপি পুলিশের সহায়তায় মঙ্গলবার রাতেই শিশুকে উদ্ধার করা হয়। তবে ওই সময় শিশুকে কিনে নেয়া ব্যক্তিরা বাসায় ছিলেন না। তাদের কাজের ভুয়া থেকে শিশুকে উদ্ধার করা হয়।
সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনি চাঁদপুর টাইমসকে বলেন, শিশুকে উদ্ধার করতে পুলিশের সাথে ঢাকায় গিয়েছি।
বশির মজুমদারের দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার। একটি সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়। পরে রড লাগানো হয়। টাকার সংকটে সেই রড খুলতে পারছেন না তিনি। বিভিন্ন ব্যাক্তি ও এনজিওর কাছে আছে প্রায় ৫ লাখ টাকার ঋণ। চিকিৎসা খরচ ও ঋণের টাকা যোগাতে এক বছর বয়সী কন্যা শিশু মিনাকে বিক্রি করে দেয়।
শিশুকে পেয়ে মা আছমা বেগম চাঁদপুর টাইমসকে জানান, আল্লাহর মেহেরবাণিতে মিনাকে আমার কোলে ফিরে পেয়েছি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জোবাইর সৈয়দ চাঁদপুর টাইমসকে বলেন, আমরা দায়িত্ববোধ থেকে শিশুটিকে বাবা মার কাছে ফিরে দিয়েছি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৩ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur