চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আহম্মদপুর বাজারের পুরাতন একটি ব্রিজ ভেঙে ফেলা হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য বিকল্প সড়ক বা বেইলি ব্রিজ নির্মাণ করা হয়নি। ফলে এ সড়কে যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সড়কটি এনায়েতপুর-কাশিমপুরের প্রধান সড়ক দিয়ে দক্ষিণের সিএনজি, অটো, ট্রাক ও অন্য যান চলাচল করে।
স্থানীয়রা জানান, এ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুরাতন ব্রিজটি অপসারণের আগেই অস্থায়ী সড়ক অথবা বেইলি ব্রিজ নির্মাণ করা উচিৎ ছিল। এটি না হওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর দায়িত্বহীনতা ও অযোগ্যতা দায়ী বলে অভিযোগ তাদের।
প্রকৌশলী আজিজুল হক বলেন, ‘সম্ভবত যান চলাচলের জন্য বিকল্প হিসেবে অস্থায়ী সড়ক বা ব্রিজ নির্মাণে বরাদ্দ ধরা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
স্টাফ করেসপন্ডেন্ট, হাজীগঞ্জ
১৮ ফেব্রুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur