Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে বর্তমান প্রেক্ষাপটে বিট পুলিশিং সভা
পুলিশিং

হাজীগঞ্জে বর্তমান প্রেক্ষাপটে বিট পুলিশিং সভা

হাজীগঞ্জে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতা বর্তমান প্রেক্ষাপটে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সম্প্রীতি বন্ধনে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।

২১ অক্টোবর বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাধারন মানুষকে নিয়ে থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ ( সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে বলেন, আপনারা গুজুবে কান দিবেন না। প্রতিবেশী হিসাবে সকল র্ধমের মানুষ এক ও অভিন্ন হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। সেই দিনের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও সাংবাদিক মহিউদ্দিন আল আজাদের পরিচালনায় এ সময় বক্তব্যে রাখেন, হিন্দু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সী, উপজেলা বৈদ্দ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, জিউর আখড়ার সভাপতি দ্বীলিপ কুমার পাল, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুন্সী মো. মনির, স্থানীয় কাউন্সিলর সুমন তফদার প্রমুখ।

প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়, ২১ অক্টোবর ২০২১