Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বঙ্গবন্ধু

হাজীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) বালক ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) শুরু হয়েছে।

১০ জুন শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনের উপজেলা পর্যায়ে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টেলি কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন টুর্নামেন্ট উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ থানা ইনচার্জ অফিসার জোবাইর সৈয়দ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল আজহার আলম বেপারি, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ আবু ছাইদ, ২নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানিয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া সুমন, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান একেএম মজিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুমন তপাদার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাজী কবির হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মনির কাজী, ১০নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের আহবায়ক এ এইচ এম রাসেল মজুমদার, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারিসহ বিভিন্ন ক্রীড়ামোদী সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

উদ্বোধনী ম্যাচে ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন একাদশকে ০-৪ গোলে হারিয়ে শুভ সূচনা করে হাজীগঞ্জ পৌরসভা একাদশ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১০ জুন ২০২৩