সারা দেশের ন্যায় হাজীগঞ্জেও শান্তিপূর্ন পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি ও মাদ্রাসার শিক্ষা বোর্ডের অধিনে ইবতেদায়ী প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
প্রথম দিনে ইংরেজি পরীক্ষায় পিএসসিতে ২শ জন ও এবতেদায়ীতে ৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত বলে জানা যায়।
হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুলবুল জানান, এ বছর হাজীগঞ্জ উপজেলা থেকে প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৯শ ১৫ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ গ্রহন করে ৬ হাজার ৭শ ১৫ জন পরীক্ষার্থী। প্রথম দিনের ইংরেজী পরীক্ষায় অনুপস্থিত ২শ জন । মাদ্রাসা’র অধিনে এ বছর এবতেদায়ী মোট পরীক্ষার্থীর হচ্ছে ৯৯৭ জন। প্রথম দিন অংশগ্রহণ করে ৯০৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিত সংখ্যা ৯৩ জন।
এদিকে গুঞ্জন উঠেছে হাজীগঞ্জ পৌর এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান গত ৪/৫ দিন পূর্বে প্রশ্ন পাশ করে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া হয়েছে।
আর এতে করে ওইসব কেন্দ্রের পরীক্ষার্থীরা নিদিষ্ট সময়ের পূর্বে পরীক্ষার খাতা জমা দিয়েছে বলে জানা যায়।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: পডেট, বাংলাদেশ ০৯ : ০৩ পিএম, ১৯ নভেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ