চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরে সেচ মেশিন বসানো নিয়ে সংঘর্ষের ঘটনায় এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবক উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ছয়ছিলা বকাউল বাড়ির মো. ইদ্রিস বকাউল (২৫)। সে বিবাহিত। কোন সন্তান নেই।
নিহতের ভাই যুবলীগ নেতা মো. কুদ্দুস বলেন, আসরের নামাজের পর বাড়ির পুকুরে মেশিন বসানো নিয়ে আমার ভাইকে চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করে।
সে জানায়, তার চাচী হাজেরা বেগম ও চাচাতো ভাই বাবু চাচাতো বোন কুলসুমা এবং চাচা শাহজাহান লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে।
কুদ্দুস বলেন, মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা ইউনুসকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন রনি বলেন, সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহতের ঘটনার খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্পেশাল করেসপন্ডেন্ট, ১০ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur