চাঁদপুরের হাজীগঞ্জে পানির মোটরের সুইচ দিতে গিয়ে আবুল খায়ের (৬২) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যুর খবর পাওয়া যায় । বুধবার উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের মালিগাঁও মিজান মাষ্টার বাড়িতে ঘটেছে।
স্থানীয় ভাবে জানায়, আবুল খায়ের তার নিজ বসতঘরে পানির মোটর লাইন চালু করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হয়। পরে বাড়ীর লোকজন তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সংবাদ শুনে তাৎক্ষণিক থানা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পৌঁছে মৃতদেহের সুরতাহাল রিপোর্ট করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লশ হস্তান্তর করা হবে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,৭ ফেব্রুযারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur